
| বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 66 বার পঠিত
শুল্ক নিয়ে বাংলাদেশ-আমেরিকার প্রথম দিনের বৈঠক সম্পন্ন
‘প্রথম দিনের আলোচনার পরিধি ছিল ব্যাপক। যুক্তরাষ্ট্রের পক্ষে কৃষি, বাণিজ্য, জ্বালানি, মেধাস্বত্ব সহ সকল সেক্টরের প্রতিনিধি উপস্থিত ছিল। আমাদের প্রতিনিধিদল তাদের সমস্ত প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে ও তাদের বক্তব্য শুনেছে।’
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফা শুল্ক আলোচনার প্রথম দিন কয়েক ঘণ্টা আগে সম্পন্ন হয়েছে।
আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব প্রধান বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকায় অবস্থান করে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। এ ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে বলেন— ‘বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এর সঙ্গে কথা হয়েছে। তিনদিন ব্যাপী যুক্তরাষ্ট্র – বাংলাদেশ বাণিজ্য আলোচনার প্রথম দিন আজ অতিবাহিত হয়েছে। আগামীকাল ও পরশু আলোচনা চলবে।
প্রথম দিনের আলোচনার পরিধি ছিল ব্যাপক। যুক্তরাষ্ট্রের পক্ষে কৃষি, বাণিজ্য, জ্বালানি, মেধাস্বত্ব সহ সকল সেক্টরের প্রতিনিধি উপস্থিত ছিল। আমাদের প্রতিনিধিদল তাদের সমস্ত প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে ও তাদের বক্তব্য শুনেছে।
আগামীকাল মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বাণিজ্য উপদেষ্টার বৈঠক হবে। এখন আমাদের আলোচনার পরিসমাপ্তি পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।‘
দুই পক্ষের মধ্যে আলোচনার দ্বিতীয় দিন বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় শুরু হবে। শুক্রবারও বৈঠক চলবে বলে জানা গেছে।
Posted ৬:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam