
| শনিবার, ১২ জুলাই ২০২৫ | প্রিন্ট | 86 বার পঠিত
কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
বৃহৎ বাণিজ্য অংশীদার কানাডার ওপর শুল্ক আক্রমণ আরো তীব্র করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক ঘোষণায় তিনি জানিয়েছেন, আগামী মাসে কানাডা থেকে আমদানীকৃত পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ শুরু হবে। এছাড়া এখনো চিঠি পায়নি এমন বেশির ভাগ বাণিজ্যিক অংশীদারের ওপর ১৫-২০ শতাংশে হারে শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তার। খবর রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, নতুন শুল্কহার ১ আগস্ট থেকে কার্যকর হবে। পাল্টা কোনো ব্যবস্থা নেয়া হলে শুল্ক আরো বাড়তে পারে।
অন্যদিকে এক্স পোস্টে মার্ক কার্নি জানিয়েছেন, কানাডা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিজেদের কর্মী ও ব্যবসার স্বার্থ রক্ষা করবে। নির্ধারিত সময়সীমার মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাবেন।
এর আগে কানাডা থেকে আমদানির ওপর ডোনাল্ড ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এখন হুট করে তা ৩৫ শতাংশ হওয়া সদ্য ক্ষমতায় আসা মার্ক কার্নির জন্য বড় একটি ধাক্কা।
তবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির (ইউএসএমসিএ) অন্তর্ভুক্ত পণ্যে শুল্কছাড় বহাল থাকবে বলে আশা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না দিলেও মার্কিন এক কর্মকর্তা জানান, জ্বালানি ও সারের ওপর ১০ শতাংশ শুল্কে আপাতত কোনো পরিবর্তন আসবে না।
মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, কানাডা থেকে ফেন্টানিল মাদক যুক্তরাষ্ট্রে যাচ্ছে। এছাড়া কানাডার শুল্ক ও শুল্কবহির্ভূত বাধা মার্কিন দুগ্ধ ও অন্যান্য খাতে ক্ষতিকর। এ বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার হুমকি। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কানাডা যদি আমাদের সঙ্গে ফেন্টানিল প্রবাহ বন্ধে কাজ করে, তবে এ চিঠির বিষয়বস্তু বিবেচনার সুযোগ থাকবে।’
কানাডীয় কর্মকর্তারা বলছেন, কানাডা থেকে যুক্তরাষ্ট্রমুখী ফেন্টানিল প্রবাহ পরিমাণে খুবই কম। তারা সীমান্তে নজরদারি আরো শক্তিশালী করতে নানা পদক্ষেপ নিয়েছে।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রসারিত বাণিজ্যযুদ্ধে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মিত্রদের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন। এছাড়া ৫০ শতাংশ শুল্কের আওতায় পড়েছে প্রয়োজনীয় ধাতুপণ্য তামা।
কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং মার্কিন রফতানির সবচেয়ে বড় ক্রেতা। মার্কিন পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্র থেকে ৩৪ হাজার ৯৪০ কোটি ডলারের পণ্য কিনেছে কানাডা এবং যুক্তরাষ্ট্রে দেশটির রফতানি পণ্যের মূল্য ছিল ৪১ হাজার ২৭০ কোটি ডলার।
এদিকে বৃহস্পতিবারের এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যেসব বাণিজ্য অংশীদারকে এখনো চিঠি পাঠানো হয়নি, তাদেরও ১৫-২০ শতাংশ হারে শুল্কের আওতায় আনা হবে। তিনি বলেন, ‘বাকি সব দেশকে জানিয়ে দেয়া হবে তারা ২০ বা ১৫ শতাংশ যেকোনো একটি হারে শুল্ক দেবে। সেটা আমরা ঠিক করব।’
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam