
| বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 69 বার পঠিত
কাতার থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার
দেশের জ্বালানি চাহিদা মেটাতে কাতার থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ৯০৫ টাকা। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় স্পট মার্কেটের মাধ্যমে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ১৩ দশমিক ২৪ ডলার।
এদিকে গতকাল অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর (ই/এম ও সিভিল অংশ)’ শীর্ষক নির্মাণকাজ বাস্তবায়নের দুটি প্রস্তাব বিবেচনার জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে নীতিগত অনুমোদন দেয়।
Posted ৪:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam