
| সোমবার, ২১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 60 বার পঠিত
চীনের সিরামিক প্রযুক্তি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি করবে
চীনের উন্নত সিরামিক প্রযুক্তি বাংলাদেশের শিল্পে স্থানান্তর ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ। রাজধানীর একটি হোটেলে শনিবার এশিয়ান সিরামিকস টেকনোলজি ৫০ ফোরাম, ঢাকার বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্ধুপ্রতিম চীন-বাংলাদেশের সিরামিক শিল্পের মধ্যে সহযোগিতা এবং উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি স্থানান্তর ও বাণিজ্য সম্পর্ক জোরদার করা জরুরি। তাদের মতে, এশিয়ান সিরামিকস টেকনোলজি ৫০ ফোরামের বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে চীনের উন্নত সিরামিক প্রযুক্তি বাংলাদেশের শিল্পে স্থানান্তর এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে।
বিসিএমইএ ও ফোশান ইউনিসিরামিকস এক্সপোর উদ্যোগে যৌথভাবে আয়োজিত এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএসএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন, সাধারণ সম্পাদক ইরফান উদ্দীন, সিরামিক টাউন উইকলির প্রেসিডেন্ট ও ফোশান ইউনিসিরামিকস ডেভেলপমেন্ট কোম্পানির জিএম লি সিনলিয়াং এবং প্রযুক্তি বিশেষজ্ঞ লুও ফেই।
Posted ৫:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam