বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে রপ্তানি পোশাকে শুল্ক কমায় স্বস্তিতে বিজিএমইএ

  |   রবিবার, ০৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   49 বার পঠিত

যুক্তরাষ্ট্রে রপ্তানি পোশাকে শুল্ক কমায় স্বস্তিতে বিজিএমইএ

যুক্তরাষ্ট্রে রপ্তানি পোশাকে শুল্ক কমায় স্বস্তিতে বিজিএমইএ

বাংলাদেশ থেকে আমদানি করা পোশাক পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করায় দেশের পোশাক শিল্পে স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

শনিবার (২ আগস্ট) বিজিএমইএ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মাহমুদ হাসান খান এ মন্তব্য করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক। এটি আমাদের পোশাক শিল্পের জন্য এক বড় স্বস্তির খবর। এই সফল কূটনৈতিক আলোচনার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, বিশেষ করে বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট টিমের প্রতি আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, এই অর্জনে আত্মতুষ্টির সুযোগ নেই। বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ছে। আমাদের সক্ষমতা বাড়াতে শিল্প খাতের পাশাপাশি সরকারের নীতি সহায়তা অব্যাহত রাখা জরুরি। শুধু শুল্ক হ্রাস নয়, আমাদের উৎপাদন দক্ষতা, শ্রম পরিবেশ ও প্রযুক্তিগত অগ্রগতিতেও নজর দিতে হবে।

মাহমুদ হাসান খান আশা প্রকাশ করে বলেন, শিল্প মালিক, সরকার, শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এই শুল্ক হ্রাস একটি প্রতিবন্ধকতা না হয়ে বরং নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বাবলু, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীসহ সংগঠনের পরিচালকমণ্ডলীর সদস্যরা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]