বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপে পড়াশোনার স্বপ্নপূরণে সুযোগ: ১৫ ই আগস্ট থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে Europe Admission Fair 2025

  |   বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   57 বার পঠিত

ইউরোপে পড়াশোনার স্বপ্নপূরণে সুযোগ: ১৫ ই আগস্ট থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে Europe Admission Fair 2025

ইউরোপে পড়াশোনার স্বপ্নপূরণে সুযোগ: ১৫ ই আগস্ট থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে Europe Admission Fair 2025

ইউরোপে  উচ্চশিক্ষার  দরজা  খুলছে  বাংলাদেশের  শিক্ষার্থীদের  জন্য

প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ইউরোপে পড়াশোনা করার স্বপ্ন দেখেন। কিন্তু তথ্যের অভাব, সঠিক গাইডলাইন না পাওয়া এবং জটিল ভিসা প্রক্রিয়া অনেক সময় এই স্বপ্নকে বাস্তব করতে বাঁধা হয়ে দাঁড়ায়।

এই সমস্যার সমাধান দিতেই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে Europe Admission Fair 2025, যেখানে আপনি পাবেন সরাসরি অ্যাডমিশনের সুযোগ, স্কলারশিপ নির্দেশনা এবং ফ্রি গাইডেন্স — MI Global Study দিচ্ছে  ভিসা অ্যাপরুপ হলেই IELTS Cashback এবং প্রথম ১০ জনকে Laptop ফ্রি।

  • মেলার তারিখ ও স্থান:  ১৫–১৬ আগস্ট ২০২৫ (শুক্রবার ও শনিবার)
  • সময়: সকাল ১১টা – বিকেল ৫টা
  • স্থান: H-147, ML Village (Level 05, D), শান্তিনগর, ঢাকা-১২১৭
  • যোগাযোগ: 01339-494270 / 01341-579671

আয়োজন করছে কে?

এই আয়োজনটি করছে MI Global Study, যারা ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে চলেছে দীর্ঘদিন ধরে। তাদের অভিজ্ঞ দল শিক্ষার্থীদের প্রোফাইল দেখে নির্ভুল পরামর্শ দেয়, অ্যাডমিশনের পথ তৈরি করে এবং ভিসা প্রসেসিংয়ের সম্পূর্ণ সাপোর্ট দেয়।

এই ফেয়ারে যা থাকছে:

  • Free One-on-One Counselling – আপনি আপনার নিজস্ব প্রোফাইল অনুযায়ী পরামর্শ পাবেন
  • Spot Admission Assessments – আপনার যোগ্যতা দেখে onsite-এ ভর্তি সম্ভাবনা জানানো হবে
  • Scholarship Guidance – কোন বিশ্ববিদ্যালয়ে কী ধরনের স্কলারশিপ পাওয়া সম্ভব, তা জানানো হবে
  • Expert Visa Support – জটিল ভিসা প্রসেস এখন হবে সহজ
  • MOI Accepted Universities – IELTS ছাড়াও আবেদনযোগ্য বিশ্ববিদ্যালয়ের তথ্য
  • Low Tuition Fee Options – কম খরচে ইউরোপে পড়াশোনার পথ

ফেয়ারের বিশেষ আকর্ষণ:

এই ফেয়ারে যারা অংশ নেবেন, তাদের জন্য থাকছে দারুণ উপহার –

Free IELTS Cashback বা এবং প্রথম ১০ জনকে Laptop ফ্রি!

এই উপহার শুধুই একটা অফার নয়, বরং শিক্ষার্থীদের সাপোর্ট করার একটি প্রতীক।

শিক্ষার্থীদের জন্য বার্তা:

আপনার GPA কম? IELTS এখনো দেওয়া হয়নি? ভয় পাওয়ার কিছু নেই।

এই ফেয়ারে থাকছে MOI (Medium of Instruction) সুবিধার বিশ্ববিদ্যালয়, যেখানে আপনি ইংরেজিতে পড়াশোনার পূর্ব অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন।

কেন এই ফেয়ারে যাওয়া উচিত?

এই মেলাটি শুধু “admission fair” নয় — বরং এটা হতে পারে আপনার academic journey শুরু করার gateway।

আপনি সরাসরি এক্সপার্টদের সঙ্গে কথা বলতে পারবেন

University প্রতিনিধি থাকলে স্পট অফার পেতেও পারেন

সঠিক ডকুমেন্টেশন ও ভিসা প্রিপারেশন গাইড পাবেন

একসাথে অনেক অপশন ও তুলনা করার সুযোগ পাবেন

 শেষ কথা:

Bank Bimar Khobor মনে করে, বাংলাদেশের শিক্ষার্থীরা যদি সঠিক তথ্য ও সহায়তা পান, তবে তারা আন্তর্জাতিক মানের শিক্ষায় পিছিয়ে থাকবে না। এই মেলা হতে পারে আপনার ইউরোপে উচ্চশিক্ষার প্রথম পদক্ষেপ।

তাই সময় নষ্ট না করে এখনই পরিকল্পনা করুন, মেলায় যান, পরামর্শ নিন — আর নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করুন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

[email protected]