
| সোমবার, ১১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 23 বার পঠিত
বাহরাইনে ‘জুলাই বিয়ন্ড বর্ডার্স’ ও ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উদযাপিত
সম্প্রতি বাংলাদেশ দূতাবাস মানামাতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই বিয়ন্ড বর্ডার্স’ ও ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উদযাপিত হয়েছে।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা, রেমিট্যান্স যোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।
দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা পর্বের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং জুলাই অভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জুলাই-আগস্টের শহীদদের। তিনি বাংলাদেশ ও বাহরাইন উভয় দেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রবাসীদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam